চোখের সামনেই স্কুটিকে শূন্যে তুলে আছাড়, মাঝরাতে দাঁতালের আক্রমণে আতঙ্কে আলিপুরদুয়ারের ৬ পরিবার
খাওয়া-দাওয়া শেষ করে সন্তানদের নিয়ে সবেমাত্র শুতে গিয়েছেন রেখা দেবী। আচমকা বাড়ির বাইরে কিসের যেন একটা আওয়াজ পান তিনি। বাইরে বেরিয়ে দেখেন ভয়ঙ্কর দৃশ্য।
Elephant Attack: চোখের সামনেই স্কুটিকে শূন্যে তুলে আছাড়, মাঝরাতে দাঁতালের আক্রমণে আতঙ্কে আলিপুরদুয়ারের ৬ পরিবারআতঙ্কে ৬ পরিবার
বানারহাট: স্বামী বাড়িতে থাকেন না। কাজের সূত্রে রয়েছেন কেরলে। দুই সন্তানকে নিয়ে একাই সংসার সামলান বানারহাট থানার অন্তর্গত আংরাভাসা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের আপার কলাবাড়ি এলাকার রেখা ছেত্রী। কিন্তু, বাড়িতে টিকে থাকাই এখন তাঁর পক্ষে দায় হয়ে উঠেছে। সমস্যা কোথায়? মানুষ নয়, দাঁতাল। বৃহস্পতিবার গভীর রাতেও এক ভয়াবহ ঘটনার সাক্ষী থেকেছেন তিনি। খাওয়া-দাওয়া শেষ করে সন্তানদের নিয়ে সবেমাত্র শুতে গিয়েছেন রেখা দেবী। আচমকা বাড়ির বাইরে কিসের যেন একটা আওয়াজ পান তিনি। বাইরে বেরিয়ে দেখেন ভয়ঙ্কর দৃশ্য। দেখেন, বারান্দার দরজার গ্রিল ভেঙে বাড়িতে ঢুকে পড়েছে একটা হাতি (Elephant Attack)।
গোটা বাড়িতে চালাচ্ছে তাণ্ডবলীলা। চলছে গর্জন। বারান্দা ছেড়ে তখন ঘরে ঢোকার তোড়জোড় করছে হাতিটি। দেখা মাত্রই দুই ছেলেমেয়েকে কোলে নিয়ে হাতির পাশ দিয়েই কোনরকমে পালিয়ে যান ওই মহিলা। এদিকে তখন বাড়িতে থাকা একটা স্কুটিকে শুঁড়ে করে শূন্যে তুলে ফেলেছে ওই দাঁতাল। মুহূর্তেই আছাড়ও দেয়। সূত্রের খবর, শুধু রেখা দেবীর বাড়ি নয়। এলাকার আরও ৬টি বাড়িতে হামলা চালায় দাঁতালটি। তাতেই আতঙ্কের বাতাবরণ গোটা এলাকায়।

Comments
Post a Comment