আসানসোলে জোড়া পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়, সবুজ আবির নিয়ে বিজয়োল্লাস তৃণমূলের


এদিন মনোনয়ন পর্ব মিটতেই বারাবনি ব্লক থেকে বেরিয়ে আবির খেলায় মেতে ওঠেন তৃণমূলের কর্মী সমর্থকরা। পাঁচগেছিয়া পঞ্চায়েতের তৃণমূলের বহু প্রার্থীই এদিন আবির খেলায় মেতে ওঠেন। চলে মিষ্টিমুখ।

Panchayat Elections 2023: আসানসোলে জোড়া পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়, সবুজ আবির নিয়ে বিজয়োল্লাস তৃণমূলেরবিজয়োল্লাস তৃণমূলের
আসানসোল: বুধবারই মনোনয়ন জমা দিয়ে সবুজ আবির নিয়ে অকাল হোলিতে মাততে দেখা গিয়েছিল তৃণমূলের (Trinamool Congress) কর্মী-সমর্থকদের। এই ছবি দেখা গিয়েছিল পাঁচলা বিধানসভা কেন্দ্রের জগৎবল্লভপুর ব্লকের ইসলামপুর অঞ্চলে। এবার বারাবনি ব্লকের জোড়া গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের। সবুজ আবির নিয়ে বিজয়োল্লাসে মাতলেন ঘাসফুল শিবিরের কর্মীরা। প্রসঙ্গত, বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) মনোনয়ন জমার কাজ শেষ হয়েছে। মনোনয়নের কাজ মিটতে দেখা যায় বারাবনি ব্লকের ৮ টি পঞ্চায়েতের মধ্যে দুটি পঞ্চায়েত পানুড়িয়া ও পাঁচগেছিয়া পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করছে না বিরোধীরা। অতএব, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন শাসকদলের প্রার্থীরা। একইসঙ্গে পঞ্চায়েত সমিতির মধ্যে মোট ২৩টি আসনের মধ্যে ৯টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন শাসকদলের প্রার্থীরা। তাতেই খুশির হাওয়া দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে। 


এদিন মনোনয়ন পর্ব মিটতেই বারাবনি ব্লক থেকে বেরিয়ে আবির খেলায় মেতে ওঠেন তৃণমূলের কর্মী সমর্থকরা। বারাবনি ব্লক তৃণমূলের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির প্রার্থী অসিত সিং বলেন, “সবার ভালোবাসা ও আশীর্বাদ পেয়েই এই জয়। বাকি পঞ্চায়েত গুলিতেও লড়াইয়ে আমাদেরই জয় নিশ্চিত। আগামীদিনে আরও উন্নয়ন হবে।” 

Comments