ঘনঘন লোডশেডিংয়ে বিরক্ত? এই LED Bulb ইনভার্টারের কাজ করবে আপনার বাড়িতে, দাম মাত্র 298 টাকা


ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart থেকেই আপনি সেই বাল্বটি ক্রয় করতে পারবেন। তার জন্য খরচও করতে হবে নিমিত্ত মাত্র টাকা। এমনিতে এই বাল্বের দাম 1049 টাকা। তবে আপনাকে এত টাকা খরচ করতেই হবে না। তার কারণ, ফ্লিপকার্ট এই বাল্বের উপরে 71% ছাড় দিচ্ছে।

ঘনঘন লোডশেডিংয়ে বিরক্ত? এই LED Bulb ইনভার্টারের কাজ করবে আপনার বাড়িতে, দাম মাত্র 298 টাকাএসে গেল দুর্দান্ত এক LED বাল্ব।
LED Inverter Rechargeable Bulb: এই বাংলায় এবার তো যে হারে লোডশেডিং শুরু হয়েছে, তা গোদের উপরে বিষফোঁড়ার থেকে কোনও অংশে কম নয়। গরমটা কীরকম পড়েছে একবার ভেবে দেখুন! তার উপরে এরকম ভাবে লোডশেডিং হলে মানুষজনের বাড়িতে থাকাটাই একপ্রকার সমস্যার হয়ে যাচ্ছে। আজকাল মানুষ সে ভাবে আর ইনভার্টারও ব্যবহার করেন না নিজেদের বাড়িতে। তাহলে উপায়? নতুন করে আবার একটা ইনভার্টার কিনতে যাবেন মোটা টাকা খরচ করে। না, এক্কেবারেই না। আপনাদের জন্য চমৎকার একটা বাল্বের সুলুক সন্ধান করেছি আমরা, যা ইনভার্টারের মতোই কাজ করে। কেন জানেন? কারণ, বিদ্যুৎ চলে যাওয়ার পরেও ঘণ্টার পর ঘণ্টা অনায়াসে কাজ করতে পারে সেই বাল্ব। তার থেকেও বড় কথা, সেই বাল্বের দামও খুব কম আবার এখন আপনি Flipkart থেকে খুবই কম দামে ক্রয় করতে পারবেন সেই বাল্ব।


কোথায় কিনবেন, দামই বা কত?

Land Track নামক একটি সংস্থা তৈরি করেছে সেই বাল্ব, নাম Land Track 12W Standard B22 D Inverter Bulb। ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart থেকেই আপনি সেই বাল্বটি ক্রয় করতে পারবেন। তার জন্য খরচও করতে হবে নিমিত্ত মাত্র টাকা। এমনিতে এই বাল্বের দাম 1049 টাকা। তবে আপনাকে এত টাকা খরচ করতেই হবে না। তার কারণ, ফ্লিপকার্ট এই বাল্বের উপরে 71% ছাড় দিচ্ছে। তারপরে বাল্বটি ক্রয় করতে আপনার খরচ হবে মাত্র 298 টাকা। এটি একটি 12 ওয়াটের ইমার্জেন্সি ইনভার্টার বাল্ব।

Comments