যে হাত শক্তভাবে ধরার কথা ছিল, সেই হাতই আমায়…’, বাবার হাতে যৌন নিগ্রহ, মুখ খুললেন অভিনেত্রী-BJP নেত্রী


তিনি বলেন, "যৌন সুবিধা চাওয়া, কেরিয়ারে উন্নতির জন্য মহিলাদের সমঝোতা করতে বলা-এগুলি সব ইন্ডাস্ট্রিতেই রয়েছে। কেন মহিলাদের এই জাঁতাকলের মধ্যে দিয়ে যেতে হবে বলে আশা করা হয়? পুরুষদেরও এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মহিলাদেরই এই বোঝা বইতে হয়।"

যে হাত শক্তভাবে ধরার কথা ছিল, সেই হাতই আমায়...', বাবার হাতে যৌন নিগ্রহ, মুখ খুললেন অভিনেত্রী-BJP নেত্রী
খুশবু সুন্দর।

ফের #মিটু ঝড়। তোলপাড় মালয়লম ফিল্ম ইন্ডাস্ট্রি। বিচারপতি হেমা কমিটির রিপোর্ট প্রকাশ্যে আসার পরই একের পর এক অভিনেত্রী মুখ খুলছেন। সিনেমার সেটে অভিনেতার হাতে বা স্ক্রিপ্ট নিয়ে আলোচনার নামে পরিচালক বা প্রযোজকের হাতে কীভাবে নিগ্রহ, যৌন হেনস্থার শিকার হতে হয়েছে, তা নিয়েই সরব হয়েছেন অভিনেত্রীরা। এবার তাঁদের পাশে এসে দাঁড়ালেন অভিনেত্রী তথা রাজনীতিক খুশবু সুন্দর (Khushbu Sundar)। একইসঙ্গে উঠে এল ছোটবেলায় তাঁর বাবার হাতে নিগ্রহ হওয়ার ঘটনাও।

মালয়লম ফিল্ম ইন্ডাস্ট্রি তোলপাড় হয় যে রিপোর্টে, সেই হেমা কমিটির রিপোর্ট বর্তমান সময়ে ‘অত্যন্ত প্রয়োজনীয়’ ছিল বলেই উল্লেখ করেন বিজেপি নেত্রী খুশবু সুন্দর। এক্স হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্ট করে তিনি বলেন, “আমাদের ইন্ডাস্ট্রিতে যে মিটু ঝড় চলছে, তা অন্তর থেকে ভেঙে দিচ্ছে। সেই সমস্ত মহিলাদের সাধুবাদ জানাই যারা নিজেদের অবস্থান থেকে সরে আসেননি এবং অবশেষে জয় পেয়েছেন। এই অত্যাচার-নিগ্রহ রুখতে হেমা কমিটি অত্যন্ত জরুরি ছিল।”


Comments