আর. জি. কর এর ঘটনার প্রেক্ষিতে ছোটবড় বিক্ষোভ-অবরোধ চলছেই
আর. জি. কর এর ঘটনার প্রেক্ষিতে ছোটবড় বিক্ষোভ-অবরোধ চলছেই। কোথাও রাজনৈতিক দলের উদ্যোগে, কোথাও বিক্ষোভ হচ্ছে নাগরিক সমাজের ডাকে, কোথাও বা ছাত্র যুবদের ডাকে সবার মুখের একটাই স্বর জাস্টিস ফর আরজিকর।
আজ অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের হরিপুর বাজার থেকে হরিপুর বীণাপাণি ক্লাব পর্যন্ত করা হলো প্রতিবাদ মিছিল। এদিন প্রায় এই মিছিলে ২০০ জনের মত স্কুলে ছাত্র-ছাত্রী থেকে সাধারণ মানুষ জন প্রতিবাদ মিছিল করেন। তাদের একটাই দাবি অবিলম্বে আর.জি.কর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসককে যারা ধর্ষণ এবং হত্যা করেছে তাদেরকে শাস্তি দিতে হবে।
এই বিষয়ে আন্দোলনকারীরা বলেন কলকাতার সরকারি হাসপাতাল আরজিকর মেডিকেল কলেজের এক তরুণী ডাক্তারকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে তার প্রতিবাদে আজ আমরা হরিপুর বাজার থেকে হরিপুর বিনাপানি ক্লাব পর্যন্ত প্রতিবাদ মিছিল করছি। আমরা চাই যে এই ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদেরকে অবিলম্বে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে। সেই প্রতিবাদী মিছিলের ছবি আপনারা সরাসরি দেখছেন কাকদ্বীপ ডট কম এর মাধ্যমে
ষ্টাফ রিপোর্টার মুন্না সরদার

Comments
Post a Comment