পুজোর আগে আবারও সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা
কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ ও ভিলেজ পুলিশের আওতায় পড়েন সিভিক ভলান্টিয়াররা। কিছুদিন আগেই অ্যাড-হক বোনাস বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল। ১৩ শতাংশ বৃদ্ধির কথা বলা হয়েছিল। আগে ৫ হাজার ৩০০ টাকা অ্য়াড-হক বোনাস পেতেন সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশরা।
পুজোর আগে আবারও সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা
প্রতীকী ছবি।
অ্যাড-হক বোনাসের পর এবার সিভিক ভলান্টিয়ারদের অবসরকালীন ভাতা বাড়ানো হল। ৩ লক্ষ টাকা থেকে বাড়িয়ে তা ৫ লক্ষ টাকা করা হল। ৬০ বছর পর্যন্ত কাজ করলে এই টাকা পাবেন সিভিক ভলান্টিয়াররা। এর আওতায় পড়বেন ভিলেজ পুলিশও। বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)
কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ ও ভিলেজ পুলিশের আওতায় পড়েন সিভিক ভলান্টিয়াররা। কিছুদিন আগেই অ্যাড-হক বোনাস বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল। ১৩ শতাংশ বৃদ্ধির কথা বলা হয়েছিল। আগে ৫ হাজার ৩০০ টাকা অ্য়াড-হক বোনাস পেতেন সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশরা। দুর্গাপুজোর আগে সেই বোনাস বেড়ে হয় ৬ হাজার টাকা। এবার অবসরকালীন ভাতা আরও ২ লক্ষ টাকা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হল।

Comments
Post a Comment