সকাল থেকে বাস চলাচল বন্ধ সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা


সকাল থেকে বাস চলাচল বন্ধ সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা

নামখানার ফ্রেজারগঞ্জে সকাল থেকে বাস চলাচল বন্ধ মূলত বাস চালকের দাবি যে সকাল পাঁচটার সময় ফ্রেজারগঞ্জ কয়লা ঘাটা বাস স্ট্যান্ডে বাস চালকরা বাস নিয়ে বের হওয়ার সময় বেশ কিছু তৃণমূলের কর্মীরা বাস বন্ধ করে দেয়। তার পর থেকে বন্ধ রয়েছে বকখালি থেকে নামখানা কাকদ্বীপ ও কলকাতা গামী সমস্ত রুটের বাস। তবে তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ গতকাল তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ছিল বাস মালিকসহ বাস চালকদের অনুরোধ করছিল তাদেরকে নিয়ে যাওয়ার জন্য কোলকাতায় তখন বাস চালকরা তাদের নিয়ে যায়নি যেহেতু গতকাল 
বিজেপির ডাকা ১২ ঘন্টা বাংলা বন্ধ ছিল সেই কারণে বাস চালক নিয়ে যেতে পারেনি। তাই আজ সকাল থেকে বাস চালানোর শুরু হলে বাস বন্ধ করে দেয় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা, দীর্ঘ সময় ধরে বাস বন্ধ থাকে। সমস্যায় পরে নিত্যযাত্রীরা। ঘটনার খবর পেয়ে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় যান চলাচল। তবে এই ঘটনায় তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপির কর্মীরা। তারা জানায় গতকাল সারা বাংলায় আর জি কর হসপিটাল এর ঘটনা নিয়ে বিজেপি ডাকা ১২ ঘন্টা বনধ ডাকা হয়েছিল তাই গতকাল বাস চলাচল বন্ধ ছিল, আজ কোন বনধ নেই কেন তৃণমূল কর্মীরা আজ বাস বন্ধ করবে সমস্যায় পড়ছে যার জেরে সমস্যায় পড়ছে নিত্যযাত্রীরা।


স্টাফ রিপোর্টার মুন্না সরদারের 

Comments