ফোঁস’ vs ‘ডান্ডা’, মমতা-সুকান্তের সৌজন্যে মর্তে নেমে এলেন রামকৃষ্ণদেব, সুকুমার রায়
দফায় দফায় তোপ দেগেছেন সুকান্তও। বলেন, “আজকের বনধকে বানচাল করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রচেষ্টা তা প্রমাণ করে দিয়েছে দিদিমণি ভয় পেয়েছে। তাই আমরা বলছি ভয় পেয়েছে দিদিভাই। ইস্তফা ছাড়া গতি নাই। মুখ্যমন্ত্রী এখন সাপের কথা বলছেন, কথামৃত থেকে ফোঁস করার কথা বলছেন। নিজে হিংসাকে প্রোভক করছেন।”
'ফোঁস' vs 'ডান্ডা', মমতা-সুকান্তের সৌজন্যে মর্তে নেমে এলেন রামকৃষ্ণদেব, সুকুমার রায়
রাজনৈতিক মহলে জোর চাপানউতোর
‘ফোঁস করুন, চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে এবার ফোঁস করতে শিখুন’, এদিন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে এ ভাষাতেই গর্জে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী তৃণমূলের সেই চিরকালীন বদলা নয় বদল চাই, স্লোগানেরও বদলের কথা শোনা গেল তৃণমূল সুপ্রিমোর মুখে। বললেন, “আমরা বলেছিলাম বদল চাই, বদলা নয়। আজ বলছি ও কথা নয়। যেটা করার দরকার সেটা আপনারা ভাল বুঝে করবেন।” আর এ মন্তব্য নিয়েই রাজ্য-রাজনীতির আঙিনায় তৈরি হয়েছে জোরদার বিতর্ক। চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ইতিমধ্যেই নালিশ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রীর কাছেও। সুকান্তর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় সহিংসতার পক্ষে মন্তব্য করেছেন। এই অভিযোগ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন।
এদিন টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে মমতা বলেন, “আমি অশান্তি চাই না। কিন্তু কুৎসা, অপ্রচার, চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে আপনি তাঁকে কামড়াবেন না, কিন্তু ফোঁস তো করতে পারেন।” তুলে আনের রামকৃষ্ণের কথাও। বলেন, “রামকৃষ্ণ পরমহংস দেব বলেছিলেন একটা গোখরো সাপ তার কাছে গিয়ে বলেছিল ঠাকুর তুমি তো আমাকে কামড়াতে বারণ করেছিল আমি কাউকে কামড়াই না। কিন্তু, অনেকে আমাকে ইট মারে, আমার রক্ত পরে, আমার কষ্ট হয়। ঠাকুর বললেন, তোমাকে আমি কামড়াতে বারণ করেছি, ফোঁস করতে বারণ করিনি। আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোঁস করতে শিখুন।”

Comments
Post a Comment